Google search engine

৫ টি গুরুতর অভিযোগ : বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন

অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সহ-সভাপতি পদপ্রার্থী তরফদার মোহাম্মদ রুহুল আমিন। রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৫ টি গুরুতর অভিযোগ এনে তিনি নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। প্রথমে তিনি ভুলবশত প্রার্থীতা প্রত্যাহারের আবেদনটি বাফুফে সাধারণ সম্পাদকের বরাবরে করলেও পরবর্তীতে নির্বাচন কমিশন সেই ভুল সংশোধনের সময় দিলে তরফদার মোহাম্মদ রুহুল আমিন ভুল সংশোধন করে নতুন আবেদন পত্র পাঠালে তা গৃহীত হয়।
সিনিয়র সহ-সভাপতি পদ থেকে তরফদার রুহুল আমিন সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
বাফুফে সাধারণ সম্পাদক বরাবর দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠিতে তরফদার রুহুল আমিন লিখেছেন, ‘আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত, প্রশ্নবিদ্ধ নির্বাচন ২০২৪ এর সিনিয়র সহ-সভাপতি প্রার্থী পদ থেকে নিম্নলিখিত কারণে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করলাম।’ ১. আইন না মেনে ডেলিগেট ফরম সরাসরি হাতে হাতে প্রদান করা।
২. ফিফা কর্তৃক নিষিদ্ধ এবং বাফুফে থেকে বহিষ্কৃত সেক্রেটারি মো. আবু নাঈম সোহাগ কর্তৃক নির্বাচন বিধিমালা প্রকাশ ও বিতরণ।
৩. প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন গঠন। কারণ, উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধান নির্বাচন কমিশনারকে পরপর পাঁচবার একই দায়িত্বে নিয়োগ প্রদান করা হয়েছে।
৪. নির্বাচন আয়োজনে স্বচ্ছ পরিবেশ তৈরি করতে না পারা।
৫. নির্বাচনের সুষ্ঠ পরিবেশ না থাকা।

- Advertisement -spot_img

সর্বশেষ