হাইব্রিড মডেলে এশিয়া কাপ হওয়ায় খুশি নয় পিসিবি চেয়ারম্যান এর পদে বসতে যাওয়া জাকা আশরাফ।
সরাসরি জানিয়ে দেন, পাকিস্তানের গোটা টুর্নামেন্ট আয়োজন করা উচিত ছিল। যার ফলে নতুন করে বিতর্কের উদ্রেক হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী পাকিস্তান এবং শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপের ম্যাচগুলো। তবে অধিকাংশ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। যা মানতে পারছেন না পিসিবির হবু চেয়ারম্যান।
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল ডিবেট চলছে সমর্থকদের মধ্যে। তাই সুর বদলে কিছুটা নরম হন জাকা আশরাফ। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী হাইব্রিড মডেলে পাকিস্তানের কোনও লাভ হবে না। আয়োজক দেশ হিসেবে পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কায় বেশিরভাগ ম্যাচ খেলা হবে, পাকিস্তানে মাত্র ৪টা ম্যাচ। তাতে পাকিস্তান ক্রিকেটের কোনও লাভই হচ্ছে না।’
তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি হয়ে যাওয়ায় আর হস্তক্ষেপ করতে চান না আশরাফ। তিনি বলেন, ‘সিদ্ধান্ত হয়ে যাওয়ায় আমাদের মেনে নিতেই হবে। তাই আমি কোনও বিরোধিতা করতে চাই না। তবে ভবিষ্যতে পাকিস্তানের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।’
এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করা নিয়ে দীর্ঘ সময় টালবাহানা চলে। অবশেষে পাকিস্তান, শ্রীলঙ্কা মিলিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।