Google search engine

নেইমারের বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘন করে বাড়ি বানানোর অভিযোগ

নেইমার জুনিয়রের একটি বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরো কর্তৃপক্ষ । পরিবেশ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সেখানে নেইমারের প্রাসাদোপম এই বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় ।

আইন না মেনে এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিলাসবহুল ওই প্রাসাদ তৈরি করতে যাওয়ায় নেইমার ও তাঁর বাবাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে নেইমার ও তাঁর বাবার প্রায় এক মিলিয়ন ইউএস ডলার জরিমানা করা হতে পারে।

রিও ডি জেনিরোর মেয়রের অফিস জানিয়েছে, দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, নেইমারের নির্মাণাধীন প্রাসাদটি রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে। ২০১৬ সালে প্রায় ১০ হাজার স্কোয়ার মিটারের এই জায়গাটি কিনেছিলেন নেইমার।

- Advertisement -spot_img

সর্বশেষ