Google search engine

দুদকের অভিযান সিডিএতে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিভিন্ন মেগাপ্রকল্পে অনিয়মের অভিযোগে সংস্থাটির কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে নগরীর কোতোয়ালী মোড়ে সিডিএ ভবনে যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর চার সদস্যের একটি দল।

জানা যায়, সিডিএর বাস্তবায়নাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কালুরঘাট সেতু হয়ে চাক্তাই খাল পর্যন্ত সড়ক, সিটি আউটার রিং রোডসহ নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন মেগাপ্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পান দুদক। এসব অভিযোগ তদন্ত করতে সিডিএতে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর চার সদস্যের একটি টিম সিডিএ ভবনে যায়।

কালুরঘাট সেতু হয়ে চাক্তাই খাল পর্যন্ত সড়ক প্রকল্পের পরিচালক সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজিব দাশের কক্ষে গিয়ে প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করেন তারা। এ ছাড়া অন্য প্রকল্পগুলোর পরিচালকদের সঙ্গেও কথা বলেন দুদক কর্মকর্তারা।
তবে এ ব্যাপারে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

দুদক সূত্রে জানা যায়, চার হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত এবং নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ে গত বছরের ১০ জুন একটি উপকমিটি গঠন করেছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

- Advertisement -spot_img

সর্বশেষ