Google search engine

রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি দেবে ইসি

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন নিতে আহ্বান জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার (১০ মার্চ) এ সংক্রান্তে একটি গণবিজ্ঞপ্তি জারি করবে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

আজ রোববার বিকেলে ইসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটির দাবি, কমিশন এ সিদ্ধান্তের ব্যাপারে অনুমোদন দিয়েছে। আগামীকালই গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি।

নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলগুলো আগামী ২০ এপ্রিল পর্যন্ত ইসির আহ্বানে সাড়া দিয়ে আবেদন করতে পারবে বলে সূত্রটি নিশ্চিত করেছে। যদিও প্রতি সংসদ নির্বাচনের আগেই নির্ধারিত সময় শেষ হওয়ার পর পুনরায় আবেদনের সময় বাড়ায় ইসি। সে ক্ষেত্রে এবারও এ সময় বাড়তে পারে বলে সূত্রটির ধারণা।

বর্তমাতে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৪টি। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বাড়তে পারে।

- Advertisement -spot_img

সর্বশেষ