Google search engine

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের বিশেষ সেবা চালু

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা বেড়েছে। নারী নির্যাতনসহ এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। হটলাইন সেবার মাধ্যমে তাৎক্ষণিক সেবা চালু করেছে সংস্থাটি।

সোমবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা, যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যেকোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

পুলিশের হটলাইন নম্বর হলো : ০১৩২০০০২০০১ অথবা ০১৩২০০০২০০২ ও ০১৩২০০০২২২২। নম্বরগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ আগের মতোই চালু রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

- Advertisement -spot_img

সর্বশেষ