Google search engine

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে রাষ্ট্রেদূত ড. তৌহিদুল ইসলাম

১৬ মার্চ ২০২৫ তারিখ রবিবার সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এস বি এস) সিঙ্গাপুরের জুরং-এর আসইয়াকিরিন মসজিদে বিশেষ ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করে। এ আয়োজনে সিঙ্গাপুরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি শ্রমিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলে প্রায় ১,৮০০ জন অংশগ্রহণ করেন।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি, প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মহান আল্লাহ তা’য়ালার কাছে বাংলাদেশ ও সিঙ্গাপুরসহ সমগ্র মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করে প্রার্থনা করা হয়। এই অনুষ্ঠানটির আয়োজনে আসইয়াকিরিন মসজিদ কমিটি বিশেষ সহযোগিতা প্রদান করেন।
প্রধান অতিথি সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আপনারা সবাই বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা। আপনারা নিজের জন্য যুদ্ধ করছেন না, আপনারা দেশের জন্য যুদ্ধ করছেন। আপনাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি স্বনির্ভর। আপনাদের যেকোন বিপদে আপদে বাংলাদেশ সরকার আপনাদের পাশে থাকবে।

- Advertisement -spot_img

সর্বশেষ