সোমবার ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষিত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেন্যু নিয়ে আপত্তির মধ্যেই।
পিটিআই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে খেলতে চায়নি। একইসঙ্গে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে রাজি ছিল না।
বিশ্বকাপের সূচি ঘোষণার পর পিসিবির জানিয়ে দেয়, ভারতে বিশ্বকাপ খেলতে আসার ছাড়পত্র এখনও পাকিস্তানের সরকারের থেকে পায়নি। সবটাই তার ওপর নির্ভর করছে।
পিসিবির কর্তা বলেন, ‘আমাদের বিশ্বকাপে খেলা এবং ১৫ অক্টোবর আহমেদাবাদে বা সেমিফাইনালে উঠলে মুম্বইয়ে খেলা, সবটাই সরকারের ছাড়পত্রের ওপর নির্ভর করছে।’
তিনি আরও দাবি করেন বোর্ডের পক্ষ থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। সেটা পিসিবির পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে।
কিন্তু বিশ্বকাপের ভেন্যু নিয়ে এই ডামাডোল মানতে পারছেন না ওয়াসিম আকরাম।
তিনি মনে করেন, পাকিস্তানের ক্রিকেটাররা ভেন্যু নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। এই প্রসঙ্গে আকরাম বলেন, ‘যেখানে ম্যাচ পড়বে সেখানেই খেলতে হবে। এই নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয়। এখানেই যাবতীয় বিতর্কের অবসান। ভেন্যু নিয়ে অহেতুক চিন্তা-ভাবনা চাপ বাড়ায়। পাকিস্তানের ক্রিকেটাররা এই নিয়ে ভাবেই না। তাঁরা সূচি অনুযায়ী খেলতে প্রস্তুত।’
আইসিসির এক মুখপাত্র জানান, পিসিবি যাই বলুক না কেন, পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে তাঁরা নিশ্চিত।