Google search engine

সৌদি ক্লাবে এবার ব্রাজিল তারকা

সৌদি ফুটবল লীগের মুকুটে যুক্ত হলো আরও একটি নামী পালক। প্রো লীগের ক্লাব আল আহলির সঙ্গে চুক্তি করলেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। বিবিসির সংবাদ অনুযায়ী ক্লাবটির সঙ্গে ৩ বছরের চুক্তি করেছেন তিনি।

গত মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর অ্যানফিল্ডকে বিদায় জানিয়েছিলেন ফিরমিনো। ফলে করিম বেনজেমা, এনগোলো কান্তে, এদুয়ার্দ মেন্দি ও কালিদু কুলিবালির পর এখন নতুন মৌসুমে সৌদি লিগের বড় নাম হতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফিরমিনো লিভারপুলের জার্সিতে খেলেছেন ৩৬২ ম্যাচ, গোল ১১১টি। আর আল আহলিতে তিনি পাচ্ছেন চেলসি থেকে যোগ দেওয়া সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে।

গত জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই এই লিগ আলোচনার কেন্দ্রে। সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকেও বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তারা মেসিকে রাজি করাতে পারেনি।

- Advertisement -spot_img

সর্বশেষ