Google search engine

তামিম ফিরছেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল

প্রায় ২৯ ঘন্টা পর ভক্তদের জন্য এল সুসংবাদ। হঠাৎ নেয়া অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলেছেন তিনি। নেতৃত্বেও ফিরবেন এশিয়া কাপ থেকে। অধিনায়ক হিসেবে যাবেন বিশ্বকাপেও।

তবে সহসাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না তামিমের। খেলা হচ্ছে না আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতেও। দেড় মাসের ছুটি নিয়েছেন তিনি। ফিরবেন এশিয়া কাপ দিয়ে।

এর আগে শুক্রবার (৭ ‍জুলাই) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য মাশরাফী বিন মর্তুজাকে নিয়ে গণভবনে যান তামিম। তার পরই তামিম ভক্তদের জন্য এলো এ সুখবর।

তামিম বলেন, ‘আজ দুপুরে আমাকে প্রধানমন্ত্রী নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আলোচনা হয়েছে। উনি আমাকে খেলায় ফেরার নির্দেশ দিয়েছেন। আমি আমার অবসরের সিদ্ধান্ত ভাঙছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাঁকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই এবং মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল।’

তামিম আরও বলেন, ‘মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য ছুটিও দিয়েছেন। যাতে আমি মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎই সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের ওপেনার ও অধিনায়ক তামিম। তারপর থেকেই বিষয়টি দেশজুড়ে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

প্রসঙ্গত, তামিমের অবসর ঘোষণার পর আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের বাকি দুই ম্যাচের জন্য লিটন দাসকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। বিশ্বকাপের আগে তামিম অবসর ঘোষণা করায় সমস্যায় পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট। শেষপর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলালেন তামিম।

- Advertisement -spot_img

সর্বশেষ