Google search engine

ইরানের সাথে গ্যাসক্ষেত্র নিয়ে কুয়েত-সৌদি আরবের নতুন বিরোধ

ইরানের সাথে তীব্র বিরোধ দেখা দিয়েছে কুয়েত ও সৌদি আরবের। আরব উপসাগরের একটি গ্যাসক্ষেত্রের মালিকানা নিয়ে এ বিরোধের সূত্রপাত। উভয় পক্ষই এর দাবিতে অনড় রয়েছেন।

দুরা গ্যাসক্ষেত্রটির ওপর কুয়েত ও সৌদি আরবের ‘একচেটিয়া’ অধিকার রয়েছে বলে দাবি করেছেন কুয়েতের তেলমন্ত্রী সাদ আল বারাক। সৌদি একটি মিডিয়ার সাথে সাক্ষাতকারে তিনি এই দাবি করেন। এই গ্যাসক্ষেত্রের দাবি যৌক্তিক করতে প্রথমে নিজেদের সমুদ্রসীমা চিহ্নিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ।

এদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেছেন, বিষয়টি নিয়ে তারা কুয়েতের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ইরান ইতোপূর্বে বলেছিল, এই গ্যাসক্ষেত্রের ওপর তাদের দাবি রয়েছে। তারা গত বছর সই হওয়া সৌদি-কুয়েত চুক্তিকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেছিল।

এদিকে সৌদি আরবও ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেছে এলাকাটির পূর্ব সীমান্ত চিহ্নিত করার জন্য রিয়াদ ও কুয়েতের সাথে আলোচনায় বসতে।

তেলক্ষেত্রটি আবিষ্কৃত হয় ১৯৬৭ সালে। এতে মজুত রয়েছে প্রায় ২০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস।

- Advertisement -spot_img

সর্বশেষ