আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হল আজ। বাংলাদেশ থেকে রপ্তানি ও ভারত থেকে আমদানির মাধ্যমে রুপিতে বাণিজ্য নিস্পত্তির আনুষ্ঠানিকতা শুরু হল ঢাকায় এক অনুষ্ঠানে।
ডলার সংকটের কারণে লেনদেন নিষ্পত্তির বিকল্প তৈরির চেষ্টায় দীর্ঘ আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে রুপিতে লেনদেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রুপিতে বাণিজ্য নিস্পত্তি শুরুর বিষয়টিকে একটি ‘বড় সূচনার প্রথম পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, বিদেশি মুদ্রার রিজার্ভের ঝুড়িতে থাকা ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে আনবে রুপির লেনদেন। বড় কোনো যাত্রার প্রথম পদক্ষেপ এটি। সামনের দিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কে আরো বৈচিত্র্য নিয়ে আসবে আজকের এই উদ্যোগ।
ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, রুপিতে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় দুই দেশের বন্ধুত্ব ও বাণিজ্যক সম্পর্কে ‘নতুন অধ্যায়ের উন্মোচন’ হল।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের পঞ্চম বাণিজ্যিক অংশীদার। রুপিতে বাণিজ্য নিষ্পত্তি দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করল। রুপিতে লেনদেন শুরু আমাদের ‘অংশীদারত্বের ভিত্তিতে উন্নয়ন ও অভিন্ন সংস্কৃতির ঘোষণার’ বিষয়টিই প্রমাণ করে।