৯ জুলাই থেকে একটানা বৃষ্টি হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দেশটি।
সরকারি সূত্রে খবর, প্রাকৃতিক বিপর্যয়ে শুক্রবার ও শনিবার অন্ততপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার থেকে এখনও পর্যন্ত ১০ জন নিখোঁজ। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত আহত হয়েছেন ১৩ জন।
ভূমিধসের কারণে ২০০টি রাস্তা বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে রেল যোগাযোগ। শনিবার ২০টি বিমান বাতিল হয়েছে। রবিবারেও দেশটিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিপর্যস্ত এলাকা থেকে ৫,৫৭০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। শনিবার রাত পর্যন্ত অস্থায়ী শিবিরে রয়েছেন ৪,২০০ জন। ২৫,৪৭০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।