“স্যার ইয়ান বোথাম”, নিজের ক্রিকেট কেরিয়ারে তিনি তার ভক্তদের উপহার দিয়েছেন একের পর এক রোমাঞ্চ ভরা ক্রিকেট ম্যাচ। একক প্রচেষ্টায় খাদের কিনারা থেকে অনেকবার টেনে তুলেছেন দলকে।
বর্তমানে ইংল্যান্ডে অ্যাশেজ চলাকালীন সময়েই ১৯৮১ সালের অ্যাশেজের বেশকিছু স্মরণীয় স্মারক নিলামে তুললেন বিশ্ব ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
১৯৮১ সালের অ্যাশেজ পরিচিত ছিল বোথাম অ্যাশেজ নামে। তখন এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেই স্মারক বলটি বিক্রি হয়েছে ২০ হাজার পাউন্ডে। এর আগে হেডিংলি টেস্টে ১৪৯ রানের নায়কোচিত ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচের স্টাম্প বিক্রি হয় ১১ হাজার পাউন্ডে। এছাড়া ম্যাচ-সেরার পদকটি বিক্রির বিনিময়ে ১৯ হাজার পাউন্ড পান এই ইংরেজ অলরাউন্ডার।
৬৫ বছর বয়সী বোথাম দুশোরও বেশি স্যুভেনিয়ার বিক্রি করেছেন। নিলাম অনুষ্ঠিত হয় লন্ডনের দ্যা ওভাল ক্রিকেট গ্রাউন্ডে। তবে নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এমন একটি স্মারক যার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। ১৯৭৭ সালে চ্যারিটি শিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচের জার্সি নিলামে তোলেন বোথাম। এটি তাঁকে দিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবলার স্যামি ম্যাকলরয়। এটি বিক্রি হয়েছে ২৩ হাজার পাউন্ডে।