প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় ক্লাব এফসি রোটাখ এগার্নকে ২৭ গোলের বন্যায় ভাসিয়েছে দলটি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রাক-মৌসুমের খেলা নিয়ে ব্যস্ত প্রায় সবকটি দল। তারই অংশ হিসেবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও লিগ শুরুর আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলছে।
রোটাখের বিপক্ষে প্রথমার্ধেই বাভারিয়াররা করেছেন ১৮ গোল। বাকি ৯টি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।
রেকর্ড ১৩ ফুটবলার স্কোরশিটে নাম লিখিয়েছেন। যেখানে তিনজনের নামের পাশে পাঁচটি করে গোল। তারা হলেন জামাল মুসিয়ালা, ম্যাথায়াইস টেল এবং মার্সেল স্যাবিতজার। ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন ৪ বায়ার্ন ফুটবলার।
বাকি ১২ গোল এসেছে ১০ জনের পা থেকে। এর মধ্যে হ্যাটট্রিক পেয়েছেন সার্জ গ্যানাব্রিও। এছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন সাদিও মানে, আলফনসো ডেভিস, কোনরাড লেইমার, নোসাইর মাজরাওউই, দায়োত উপামেকানো, লেরয় সানে, রাফায়েল গুরেইরো, রায়ান গ্রাভেনবার্ক ও কিংসলে কোম্যান।