Google search engine

তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি সৌদির সাথে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে আছেন। তার এই সফরকালে গতকাল মঙ্গলবার সৌদি আরব ড্রোন ক্রয়ের চুক্তি সই করেছে তুরস্কের সাথে। এই চুক্তিকে তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি বলেছেন বায়কার বায়রাকতার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হালুক বায়রাকতার।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে গত সোমবার সৌদির বন্দরনগরী জেদ্দায় পৌঁছান এরদোয়ান।

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান গতকাল এক টুইটে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

- Advertisement -spot_img

সর্বশেষ