আগামী ৩০ আগস্ট পাকিস্তানের মুলতান স্টেডিয়ামে পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপের। একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আয়োজন করা হয়েছে এবারের এশিয়া কাপ। বুধবার সন্ধ্যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে ৩১ আগস্ট। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলেই এইবারই প্রথম এশিয়া কাপ হতে যাচ্ছে ‘হাইব্রিড মডেলে’।
ছয় দলের অংশগ্রহণে হবে এবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে মূল আয়োজক পাকিস্তানের সঙ্গী ভারত ও নেপাল। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সুপার ফোরে যাবে। সেখান থেকে দুই দল আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।
গ্রুপ পর্বে বাংলাদেশকে ম্যাচ খেলতে হবে দুটি। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ শ্রীলঙ্কায় খেললেও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে পাকিস্তানে। তবে সুপার ফোরে পাকিস্তান ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ যাই হোক না কেন। তারা ওই গ্রুপ থেকে ‘এ-১’ হিসেবেই পরের রাউন্ডে যাবে।
‘হাইব্রিড মডেলে’ ভারত তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। ভারত থাকবে ‘এ-২’ হিসেবে। একইভাবে ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা পরের রাউন্ডে ‘বি-১’ হিসেবে যাবে আর বাংলাদেশ ‘বি-২’। নেপাল সুপার ফোরে উঠলে পাকিস্তানের জায়গা দখল করে ‘এ-১ হিসেবে বিবেচিত হবে। ভারত নিজেদের অবস্থানেই থাকবে। একইভাবে শ্রীলঙ্কা উঠতে না পারলে আফগানিস্তান হবে বি-১।
ওই হিসেবে সুপার ফোরে ‘এ-১’ আর ‘বি-২’ ম্যাচটি হওয়ার কথা পাকিস্তানে। তাহলে পাকিস্তান সুপার ফোরে কোয়ালিফাই করলে ৬ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিকরা। সুপার ফোরের এই ম্যাচই শুধু পাকিস্তানে হবে। বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। ১৩ ম্যাচের মধ্যে সব মিলিয়ে ৪ ম্যাচ হবে পাকিস্তানে। আর বাকি ৯ ম্যাচ শ্রীলঙ্কায়।
৩০ আগস্ট নেপালের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে সূচনা হবে এশিয়া কাপের। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে মুলতানে। আর এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি শ্রীলঙ্কার ক্যান্ডিতে হবে ২ সেপ্টেম্বর। ৬ থেকে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচগুলো শেষে ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনাল হবে।
এশিয়া কাপের সূচি:
গ্রুপ পর্ব
৩০ আগস্ট (পাকিস্তান, মুলতান) : পাকিস্তান ও নেপাল
৩১ আগস্ট( শ্রীলঙ্কা, ক্যান্ডি) : বাংলাদেশ ও শ্রীলঙ্কা
২ সেপ্টেম্বর (শ্রীলঙ্কা, ক্যান্ডি)) : ভারত ও পাকিস্তান।
৩ সেপ্টেম্বর (পাকিস্তান, লাহোর) : বাংলাদেশ-আফগানিস্তান
৪ সেপ্টেম্বর (শ্রীলঙ্কা, ক্যান্ডি) : ভারত ও নেপাল
৫ সেপ্টেম্বর (পাকিস্তান, লাহোর) : শ্রীলঙ্কা ও আফগানিস্তান
সুপার ফোর:
৬ সেপ্টেম্বর (পাকিস্তান, লাহোর) : এ-১ ও বি-২
৯ সেপ্টেম্বর (শ্রীলঙ্কা, কলম্বো) : বি-১ ও বি-২
১০ সেপ্টেম্বর (শ্রীলঙ্কা, কলম্বো) : এ-১ ও এ-২
১২ সেপ্টেম্বর (শ্রীলঙ্কা, কলম্বো) : এ-২ ও বি-১
১৪ সেপ্টেম্বর (শ্রীলঙ্কা, কলম্বো) : এ-১ ও বি-১
১৫ সেপ্টেম্বর (শ্রীলঙ্কা, কলম্বো) : এ-২ ও বি-২
১৭ সেপ্টেম্বর (শ্রীলঙ্কা, কলম্বো) : ফাইনাল