আজ বৃহস্পতিবার ভোরে বিক্ষোভকারীরা বাগদাদের সুইডেন দূতাবাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। ঈদের দিনে সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে কিছু দেশে এখনো বিক্ষোভ করছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকশ বিক্ষোভকারী গতকাল ইরাকে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো হন। এরপর একপর্যায়ে তারা দূতাবাসে অগ্নিসংযোগ করেছেন।
এ নিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের দূতবাসের কর্মীরা নিরাপদে আছেন। আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক এবং কর্মীদের ওপর সমস্ত হামলার নিন্দা জানাই। দূতাবাস ও কূটনীতিকদের ওপর হামলা ভিয়েনা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক কর্মীদের রক্ষা করা ইরাকি কর্তৃপক্ষের দায়িত্ব।
এদিকে এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা দূতাবাসের কম্পাউন্ডে ভাঙচুর চালায়। এরপর দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কিছু বিক্ষোভকারীকে দূতাবাসের ভেতরেও দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।