সৌদি প্রো লীগে যোগ দিতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লীগের আর এক তারকা ফুটবলার। সৌদি ক্লাব আল ইত্তিফাকে যোগ দিতে যাচ্ছেন লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন।
এ ব্যপারে উভয় ক্লাবের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে সৌদি ক্লাব সূত্র নিশ্চিত করেছে। এর আগে এ মাসের শুরুতে জেরার্ডকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল আল ইত্তিফাক। এর মাধ্যমে লিভারপুলের সাবেক মিডফিল্ডার স্টিফেন জেরার্ডের সাথে আবারো সাক্ষাত হতে যাচ্ছে হেন্ডারসনের।
২০২০ সালে ৩০ বছরের ইতিহাসে প্রথমবারের মত প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে লিভারপুল ৩৩ বছর বয়সী হেন্ডারসনের নেতৃত্বে । এর আগের বছর জয় করেছিল চ্যাম্পিয়ন্স লিগ। হেন্ডারসনকে ছেড়ে দিতে সৌদি ক্লাবটির কাছ থেকে লিভারপুল পাচ্ছে ১২ মিলিয়ন পাউন্ড।
২০১১ সালে সান্ডারল্যান্ড থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন হেন্ডারসন। ২০১৫ সালে এ্যানফিল্ডে অধিনায়ক হিসেবে জেরার্ডের স্থলাভিষিক্ত হন হেন্ডারসন।
বুধবার জার্গেন ক্লপের দলের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে কার্লশ্রুয়ের বিরুদ্ধে স্কোয়াডের বাইরে ছিলেন হেন্ডারসন।