রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে প্রায় ৪৫ হাজার একর জায়গার মালিক হয়েছেন রাজা তৃতীয় চার্লস। ব্রিটেনজুড়ে বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে এর সুফল পেতে শুরু করেছেন দেশটির সবচেয়ে প্রভাবশালী বাড়িওয়ালা এ রাজা।
চার্লস ল্যাঙ্কাস্টারের ডাচি নামে পরিচিত তাঁর বিশাল সাম্রাজ্য থেকে এ বছর ৩৭০ কোটি টাকা আয় করেছেন। এলাকাটির আকার মোটামুটি ওয়াশিংটন ডিসির সমান হবে।
নিউইয়র্ক টাইমসের তথ্যানুযায়ী, চার্লস স্বেচ্ছায় তাঁর ব্যক্তিগত আয়ের ওপর ট্যাক্স দেন। যদিও ব্রিটেনে কর্পোরেশন কর না দিয়েও ব্যবসা করা যায়।
সিংহাসনে বসার পর এই প্রথম চার্লসের আয়কর রেকর্ড প্রকাশ করেছে ডাচি। সেখানে দেখানো হয়েছে, পুরো জাতির সঙ্গে তিনিও আর্থিক সংকট মোকাবিলা করেছেন। যদিও তাঁর মায়ের চেয়েও ব্যক্তিগত আয় বেড়েছে চার্লসের। রাজকীয় জমিতে বসবাসকারী ভাড়াটেদের ভাড়া বাড়ার কারণে এই লাভ এসেছে। এ ছাড়া বাণিজ্যিক সম্পত্তি থেকেও আয় বেড়েছে চার্লসের।
ব্রিটিশ রাজপরিবার নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। দীর্ঘ ৭০ বছরের বেশি সময় পর ব্রিটেনের রাজা হিসেবে যাঁর মাথায় মুকুট উঠেছে, তাঁকে নিয়ে স্বাভাবিকভাবে জানার আগ্রহ সবার। ইংল্যান্ডে ১ লাখ ৩০ হাজার একর জায়গাজুড়ে তাঁর জমিদারি রয়েছে। ২০২২ সালে এ জমিদারি থেকে ভাড়া হিসেবে ২ কোটি ৮৩ লাখ ডলার আয় করেছিলেন ব্রিটেনের নতুন রাজা।