নিউজিল্যান্ডের মধ্য অকল্যান্ডে গুলিতে দু’জন নিহত হয়েছে। ফিফা মহিলা বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই ঘটনা নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় পুলিশ কর্মকর্তা-সহ আহত হয়েছেন আরও ছয়জন। এছাড়া পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) অকল্যান্ড শহরের কেন্দ্রস্থলে এই হামলার ঘটনা ঘটে।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এ হামলাকে সন্ত্রাসবাদের কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেননি। তিনি বলেছেন, বিশ্বকাপ পরিকল্পনামাফিক চলবে। ক্রিস হিপকিন্স আরও জানিয়েছেন, পুলিশ হুমকি নিরসন করেছে এবং কুইন স্ট্রিটে আর কোনও ঝুঁকি নেই।
তিনি আরও বলেন, এ হামলায় কোনও রাজনৈতিক বা মতাদর্শিক উদ্দেশ্য নেই। হামলাকারীর কাছে শর্টগান ছিল বলে উল্লেখ করেছেন তিনি।
দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭.২২-এ অকল্যান্ডের লোয়ার কুইন্স স্ট্রিটে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে এক ব্যক্তি গুলি চালায়। গুলির শব্দ শুনে পুলিশ ওই হামলাকারীকে অনুসরণ করে। তখনও ওই ব্যক্তি শটগান দিয়ে গুলি চালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়।
নিউজিল্যান্ডের কর্মকর্তারা টুইটারে বলেন, এটি একটি ‘বিচ্ছিন্ন’ ঘটনা। এতে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি। অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন জানিয়েছেন, ফিফার সকল সদস্য এবং ফুটবল দল নিরাপদে আছে।
পরে ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, নারীদের বিশ্বকাপ পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।