Google search engine

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে পড়ে নিহত ১৭

বাস দুর্ঘটনায় ঝালকাঠিতে শিশুসহ ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাশার স্মৃতি পরিবহন নামের বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে জেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

এতে আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম। তিনি জানান, বাসটিতে ৫০ জনের অধিক যাত্রী ছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজে রয়েছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা।

- Advertisement -spot_img

সর্বশেষ