Google search engine

কানাডার গ্লোবাল লিগ মাতালেন সাকিব

কানাডার গ্লোবাল লিগ মাতালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে আলো ছড়ান তিনি। অলরাউন্ডিং পারফরম্যান্সে মুগ্ধ করে ম্যাচকে করে তুলেন সাকিবময়।

উদ্বোধনী দিনে সাকিবের দল মন্ট্রিয়েল টাইগার্সে মুখোমুখি হয় সারে জাগুয়ার্সের। যেই দলের হয়ে খেলছে আরেক বাংলাদেশী লিটন দাস। তবে ব্যাট হাতে ম্লান থাকেন এই ব্যাটার। বিপরীতে বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ দিয়ে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান করেন সাকিব।

সাকিবের বলেই এই দিন ফেরেন লিটন। ইনিংসের পঞ্চম ওভারে সাকিবের বলে আব্বাস আফ্রিদিকে ক্যাচ দেন তিনি। আউট হবার আগে ১ ছক্কায় ১১ বলে ৯ রান করেন লিটন। এরপর সাকিব ১১তম ওভারে এসে ফেরান প্রগত সিংকে। আর নিজের শেষ ওভার করতে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ম্যাথু ফ্রডেকে।

সাকিবের ৩ উইকেট শিকারে ভেঙে যায় জাগুয়ার্সের কোমর। এরপর আর দাঁড়াতে পারেনি তারা। একপ্রান্ত আগলে খেলতে থাকা ইফতেখার আহমেদের ৪৪ বলে অপরাজিত ৪০ রানে মান বাঁচায় তারা। জাগুয়ার্স পায় ৬ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভারে ২৫ রান তুলতেই উদ্বোধনী জুটি ভাঙে টাইগার্সের। এরপর ওয়ানডাউনে নামেন সাকিব। নেমেই ঝড় তুলেন ব্যাট হাতে। যদিও ইনিংসটা বড় করতে পারেননি, ১ ছক্কা আর ৪টি চারের মাধ্যমে ১৩ বলে ২৬ রান করেই থামেন তিনি। তবে তার ব্যাটে ভর করেই পাওয়ার প্লেতে ৫৪ রান তুলে মন্ট্রিয়াল।

এরপর দ্রুত আরো দুই উইকেট হারালেও জয়ের বন্দরে পৌঁছতে সমস্যা হয়নি তাদের। ৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মন্ট্রিয়াল টাইগার্স। সাকিবের এমন দারুণ পারফরম্যান্সের পরও ম্যাচ সেরার পুরস্কার জেতেন ৩১ বলে ২৮ রান করা দিলপ্রীত।

- Advertisement -spot_img

সর্বশেষ