যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কোন্নয়নের পথে আর এক ধাপ এগোলো আফগানিস্থান। তালেবানের নেতৃত্বাধীন যুদ্ধ-বিধ্বস্ত দেশটি প্রথমবারের মতো কোমল পানীয় রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রে। সরকারের অন্তর্বর্তী মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তার সরকারি টুইটারে এ তথ্য জানিয়েছেন।
তিনি টুইটারে কোমল পানীয়ের ছবি পোস্ট করে জানান, বেদানার এই জুসের কারখানাটি আফগানিস্তানের হেরাত প্রদেশে অবস্থিত। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
গত মার্চে আফগান সরকারের অর্থনৈতিকবিষয়ক বিভাগ জানায়, আফগান রপ্তানি চলতি বছর ১.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছরের চেয়ে যা ৬৩ ভাগ বেশি।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল সালাম জাভেদ তোলোনিউজকে বলেন, ‘আমাদের সবচেয়ে বেশি রপ্তানি হলো কয়লা, শুকনো ফল ও কার্পেট। আর আমাদের সবচেয়ে বড় আমদানি হলো চীন ও পাকিস্তানের মতো দেশগুলো থেকে লিনেন বস্ত্র।’