Google search engine

তালেবানের সাথে দোহায় আলোচনায় বসবেন মার্কিন কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বুধবার জানিয়েছে চলতি সপ্তাহেই মার্কিন কর্মকর্তারা দোহায় আফগান সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবেন। অর্থনীতি, নিরাপত্তা ও নারী অধিকারের মতো বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন বলেও জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট এবং আফগান নারী, মেয়ে ও মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিনা আমিরি ২৬ থেকে ৩১ জুলাই কাজাখস্তানের আস্তানা এবং কাতারের দোহা সফর করবেন।

কাজাখস্তানের আস্তানায় তারা কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের কর্মকর্তাদের সাথে আফগানিস্তান নিয়ে আলোচনা করবেন। তারা নারীদের অধিকার নিয়ে বিশেষভাবে আলোচনা করবেন বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান ফিরে আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কোন্নয়নের ব্যাপারে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহন করছেন। তারই ধারাবাহিকতায় মার্কিন কর্মকর্তারা দোহায় তালেবান প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করে আফগানিস্তানের মানবাধিকার, নিরাপত্তা এবং নারীদের অধিকার নিয়ে আলোচনা করবেন।

- Advertisement -spot_img

সর্বশেষ