সোমবার ভোর ৫টার দিকে ভারতের মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে একটি চলন্ত ট্রেনে রেলওয়ে সুরক্ষা বাহিনীর সদস্যের (আরপিএফ) গুলিতে একজন সহকারী সাব-ইন্সপেক্টরসহ (এএসআই) চারজন নিহত হয়েছে।
এনডিটিভি সুত্রে জানা গেছে, চলন্ত ট্রেনের এসি কামরায়, বি৫ কোচে আচমকা গুলি চালান চেতন সিং নামের অভিযুক্ত আরপিএফ কনস্টেবল। তাঁকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন আরপিএফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর টিকা রাম মীনা। আহত এএসআই এবং কামরার আরও ৩ জন যাত্রী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। ঘটনার পর হামলাকারী আরপিএফ কনস্টেবল চেতন সিং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আরপিএফ-এর পক্ষ থেকে বলা হয়, ‘জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসের (১২৯৫৬) ভেতরে গুলি চালিয়ে এএসআই-সহ চারজন নিহতের খবর পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ডিসিপি উত্তর জিআরপিকে জানানো হয়েছে।’
অভিযুক্ত চেতন সিং উত্তরপ্রদেশের হাতরাসের বাসিন্দা।