Google search engine

সব যদি আগের মতোই থাকে, তাহলে তো সেই শূন্যতেই থেকে যাবঃ তামিম

ইংল্যান্ড থেকে চিকিৎসা শেষে সোমবার (৩১ জুলাই) বিকেলে বাংলাদেশে এসে পৌঁছেছেন তামিম ইকবাল। মেরুদণ্ডের চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ঢাকায় পা রাখেন তামিম।

এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতেই আপাতত ব্যাথানাশক ইনজেকশন দিয়ে দেশে ফিরেছেন তিনি৷ অস্থায়ী এই চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও দলে কবে ফিরছেন তা এখনো নিশ্চিত নয়। বিসিবি’র সাথে এই নিয়ে আলোচনার কথা রয়েছে তার।

ক্রিকেটে ফেরার আগে ফের আলোচনায় বসতে চান তামিম। কিছুদিন আগে এক সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছিলে তিনি। যেখানে নাকি বিশ্লেষণ করবেন হঠাৎ অবসর নেয়ার কারণ। সেই সাথে রাখবেন কিছু শর্তও। আর সেগুলোর ওপরই নির্ভর করবে তামিমের গতিপথ।

তামিম বলেছিলেন, ‘অবসর নেয়ার অনেক কারণ আছে। দেশে ফিরে বিসিবি’র পরিচালনা বিভাগের প্রধানের সাথে বসব। বসে খুব খোলামেলা ও পরিষ্কার আলোচনা করতে চাই কেন অবসর নিয়েছিলাম, আমার মাথায় কী চলছিল। ৬ থেকে ৮ মাস ধরে আমি কেমন অনুভব করছি এবং কেন শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম।’

তার দলে ফেরাও এখন নির্ভর করছে এই মিটিংয়ের ওপর দাবি করে তামিম বলেন, ‘এখানে ক্রিকেট বোর্ডের সাথে আমার মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কীভাবে তাদেরকে ব্যাখ্যা করতে পারছি, তারা কীভাবে নিচ্ছেন, এটার ওপরই অনেক কিছু নির্ভর করবে। সব যদি আগের মতোই থাকে, তাহলে তো সেই শূন্যতেই থেকে যাব।’

- Advertisement -spot_img

সর্বশেষ