Google search engine

১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি এবার তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতির কথা ঘোষণা করেছেন। ওই দম্পতি ইনস্টাগ্রামে জনতার জন্য বিবৃতি দিয়েছেন।

ট্রুডো (৫১) এবং সোফির (৪৮) ওই বিবৃতিতে লেখা হয়েছে, একটা ব্যাপার আপনাদের বলতে চাইছি। বহু অর্থপূর্ণ ও জটিল সব আলোচনার পরে আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলাম। ঘোষণাটি এসেছে হঠাৎ করেই। কিছুটা অপ্রত্যাশিতই বলা চলে।

সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, বুধবার প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে। ট্রুডো নিজেও সমাজমাধ্যমে তার আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন।

২০০৫ সালে বিয়ে হয়েছিল ট্রুডো এবং সোফির। মনট্রিলে তারা গাঁটছড়া বেঁধেছিলেন। ১৫, ১৪ এবং ৯ বছর বয়সী তিন জন সন্তান রয়েছে এই দম্পতির।

ইনস্টাগ্রামের এক পোস্টে বলা হয়েছে, সবসময়ের মতো আমরা গভীর ভালোবাসা আর শ্রদ্ধায় আবদ্ধ থাকব। আমাদের সন্তানদের ভালোর জন্য বলছি, আামাদের ও তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করবেন।

- Advertisement -spot_img

সর্বশেষ