যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে দুর্দান্ত ফর্ম দেখাচ্ছেন লিওনেল মেসি। গ্রুপ পর্বের দুই ম্যাচে তিন গোল করা মেসি জোড়া গোল পেয়েছেন ‘রাউন্ড অব থার্টি টু’তেও। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের জোড়া গোলে ভর করে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মায়ামি। এছাড়া মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল গোলাপি রঙের জার্সিধারীরা।
আজ বৃহস্পতিবার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। রবার্ত টেইলর ক্রস থেকে বুকে রিসিভ করে বাম পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার।
তবে লিডটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০ মিনিট পরই ভিলচেজের গোলে সমতা আনে অরল্যান্ডো। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বল পেয়ে ডান পায়ে শট নিয়ে সমতা ফেরান সিজার আরাউজো। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে ইন্টার মায়ামি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি পায় ক্লাবটি। অধিনায়ক মেসি নিজে পেনাল্টি না নিয়ে জোফেস মার্টিনেজকে নেওয়ার সুযোগ করে দেন। অধিনায়ককে হতাশ করেননি মার্টিনেজ। স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে দেন তিনি।
ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। মার্টিনেজের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন এই আর্জেন্টাইন। ম্যাচের শেষ দিকে অরল্যান্ডো সিটি একটি গোল পরিশোধ করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
আগামী ৬ থেকে ৮ আগস্টের মধ্যে হবে শেষ ষোলোর ম্যাচ। এরপর ১১ থেকে ১২ আগস্টের মধ্যে হবে কোয়ার্টার ফাইনাল। দুটি সেমিফাইনাল হবে ১৫ আগস্ট। আর লিগস কাপের ফাইনাল হবে ১৯ আগস্ট।