চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির(এসএনইউ) মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডারষ্ট্যান্ডিং(মউ) চুক্তি সম্পাদিত হয়েছে। ফলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তথ্য ও প্রযুক্তি আদানপ্রদানের পথ সুগম হলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে রবিবার ঢাকায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত ভারত ও বাংলাদেশের এক বাণিজ্যিক সম্মেলনে এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে মউ স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করেন এসএনইউর আচার্য সত্যম রায়চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীন আখতার।
দুই বিশ্ববিদ্যালয়ের এই যৌথ পদক্ষেপে উপকৃত হবে দু’দেশের শিক্ষার্থীরা। এর ফলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক ছাত্র ও শিক্ষক আদানপ্রদানের সুযোগ তৈরি হবে। তথ্য ও গবেষণার নানা বিষয়ের আদানপ্রদানও সহজ হবে।
এছাড়া দুই প্রতিষ্ঠানই লাভবান হয় এমনভাবে দুই বিশ্ববিদ্যালয় অথবা তাদের সহযোগীদের উদ্যোগে প্রযুক্তির যে উন্নয়ন ঘটানো হয়েছে তার বাণিজ্যিকীকরণেরও উদ্যোগ নেওয়া হবে।