হাওয়াই দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে দাবানল। ভয়াবহ দাবানল এরই মধ্যে গ্রাস করেছে সমুদ্র বেষ্টিত মাউইতে। দাবানলের আগুনে ৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মাউই কাউন্টির মেয়র রিচার্ড মিসেন ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দাবানলে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন দমকলকর্মী রয়েছেন। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা।
হাওয়াই দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট একটি হ্যারিকেনের (ঘূর্ণিঝড়) কারণে দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেখানকার মোবাইল যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এ কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে। দাবানলে প্রায় ২৭৬ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে মার্কিন কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপিয়ে পড়া বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১২ জনকে সাগর থেকে উদ্ধারের কথা জানিয়েছে কোস্টগার্ড।