Google search engine

চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই

চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে গতকাল শনিবার ভোররাতে নিউ ইয়র্কে পৌঁছেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। এ নিয়ে আজ রোববার চীনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্যারাগুয়ের উদ্দেশে পাড়ি দেন লাই। কিন্তু যাওয়া আসার পথেই তিনি যুক্তরাষ্ট্রে থামবেন। এদিকে তাইওয়ানের কর্মকর্তারা আশঙ্কা করছেন, লাইয়ের এ সফরের ফলে চীন দ্বীপটির চারপাশে সামরিক কার্যক্রম বৃদ্ধি করতে পারে।

এ নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, লাই একজন বিচ্ছিন্নতাবাদী এবং সমস্যার সৃষ্টিকারী। চীন তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কড়া পদক্ষেপ নেবে। এ ছাড়ার চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রে তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদীদের যেকোনো ধরনের সফরের বিরোধিতা করে।

তাইওয়ানে আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে লড়বেন লাই। তবে লাইকে পছন্দ না বলে ইতিমধ্যে জানিয়েছে চীন। এ ছাড়া তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। এর আগে দেশটি অঙ্গীকার করেছে, তারা দরকার হলে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের দখলে নেবে।

- Advertisement -spot_img

সর্বশেষ