Google search engine

‘লাল কার্ড’ চালু হচ্ছে ক্রিকেটেও

আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর ১১ তম আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নতুন এক নিয়ম চালুর খবর দিল সিপিএল কর্তৃপক্ষ। মন্থর গতির ওভারের জন্য ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ড চালু করলো তারা।

ক্রিকইনফো জানিয়েছে, সিপিএলের ২০২৩ আসরের ম্যাচের ওভারগুলিতে সময় নষ্ট করার জন্য পুরুষ এবং নারী দলগুলিকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এমনকি ২০ তম ওভারের শুরুতে ফিল্ডিং করা দল যদি নির্ধারিত সময়সীমার থেকে পিছিয়ে থাকে তাহলে সেই দলের একজন ক্রিকেটারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাতে পারবে আম্পায়ার।

টুর্নামেন্টের অপারেশন ডিরেক্টর মাইকেল হল এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে বলেন, আমরা হতাশ হয়েছি যে আমাদের টি-টোয়েন্টি ম্যাচগুলি সময়ের দিক থেকে প্রতি বছর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই প্রবণতাকে আটকানোর জন্য আমরা সবরকম চেষ্টা করছি। ম্যাচ যাতে চলমান থাকে সেই বিষয়টি নিশ্চিত করা ক্রিকেটের সাথে জড়িত সকলের দায়িত্ব।

তিনি বলেন, আমরা টুর্নামেন্টের আগে ফ্র্যাঞ্চাইজি দলগুলি এবং আমাদের ম্যাচ কর্মকর্তাদের এই দায়িত্বের প্রতি সংবেদনশীল করেছি। আমাদের আশা ম্যাচের মধ্যে শাস্তির প্রয়োজন হবে না। কিন্তু আমরা বিশ্বাস করি এই নিয়মগুলোও থাকাটাও প্রয়োজন আছে।

মন্থর ওভার রেটে জরিমানা করেও তেমন লাভ না হওয়ায় সিপিএল কর্তৃপক্ষ এবার নিয়েছে এই উদ্যোগ। নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড। অধিনায়ক তার দলের যেকোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন। তবে তার আগে সতর্ক হওয়ার পর্যন্ত সুযোগ পাবে দলগুলো।

টি-টোয়েন্টিতে একটি ইনিংসের জন্য সময় বরাদ্দ ৮৫ মিনিট। সিপিএলের আয়োজকরা এবার এই সময় কড়াভাবে পালন করতে চা। ৮৫ মিনিটে ইনিংস শেষ করতে তাই ৭২ মিনিটের মধ্যে শেষ করতে হবে ১৭ ওভার। এভাবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের ভেতর ১৮, ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৯ ওভার পুরো করা লাগবে।

১৮তম ওভারের শুরুতে সময় বেশি লাগলে বৃত্তের বাইরে থেকে একজন বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হবে। ১৯তম ওভারে একই পরিস্থিতি থাকলে দুজন ফিল্ডারকে তুলে আনতে হবে ভেতরে। তাও যদি শেষ ওভার শুরু করতে দেরি হয় তাহলে একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে।

তবে কঠোর এই নিয়মে কোন দল যেন অন্যায়ভাবে শাস্তি না পায় তাও নিশ্চিত করা হবে। খেলার ভেতরে চোট, ডিআরএস, ব্যাটিং দলের সময় নষ্টের বিষয় আমলে নিয়ে সময় ক্ষেপণ হচ্ছে কিনা ঠিক করবেন তৃতীয় আম্পায়ার।

এ নিয়ে মাইকেল হল আরও বলেন, ওভার রেটের বিষয়টি তৃতীয় আম্পায়ার দিয়ে পর্যবেক্ষণ করা হবে। মাঠে থাকা আম্পায়ার অধিনায়ককে প্রতিটি ওভারের শেষে এই বিষয়ে সতর্ক করবে। গ্রাফিক্সের মাধ্যমে তারা কতটা ওভার রেটের বিষয়ে পিছিয়ে বা এগিয়ে আছে তা দর্শকদেরও জানানো হবে। মিথ্যা চোট, ডিআরএসের মাধ্যমে ব্যাটিং দলের সময় নষ্ট করার জন্যেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

সর্বশেষ