Google search engine

রাশিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে শিশুসহ ২৭ জন নিহত

রাশিয়ায় একটি অটো মেকানিক দোকান থেকে ছড়িয়ে পড়া আগুনে পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ২৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কোর বরাত দিয়ে রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, বিস্ফোরণে ৬৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযানে জরুরি বিভাগের ২৬০ জন কর্মী কাজ করছেন। বিস্ফোরণে গুরুতর আহতদের একটি বিমানে করে মস্কো পাঠানো হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, প্রায় ৬ হাজার ৪৬০ স্কয়ার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে এখনও ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -spot_img

সর্বশেষ