Google search engine

বেলজিয়ান মিডফিল্ডার রোমেও লাভিয়ার চেলসিতে যোগদান

গত মৌসুমের দুর্দশা ভুলে নতুন মৌসুমে ভালো কিছু করার প্রত্যয়ে বেশ কয়েকজনকে দলে ভিড়িয়েছে চেলসি। সেই দলে এবার যুক্ত হলেন বেলজিয়ান মিডফিল্ডার রোমেও লাভিয়া।

৭ বছরের জন্য সাউথ্যাম্পটন থেকে ব্লুজদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে আজ লাভিয়ার চুক্তির বিষয় নিশ্চিত করে চেলসি। সেখানে অবশ্য ট্রান্সফার ফি’র কথা উল্লেখ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে বেলজিয়ান এই ফুটবলারকে আনতে ৫ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ করতে হয়েছে চেলসিকে। পরবর্তীতে বোনাসসহ যোগ হতে পারে আরও ৫০ লাখ পাউন্ড।

সাউথ্যাম্পটনের হয়ে লাভিয়া সবমিলিয়ে খেলেছেন ৩৪টি ম্যাচ। গত মৌসুমে ক্লাবটির অবনমন হয়েছে। তবে মৌসুমজুড়ে ভালো পারফরম্যান্স দিয়েছিলেন এই বেলজিয়ান। তাকে দলে ভেড়ানোর আগে মিডফিল্ডার মোইসেস কাইসেদো, গোলরক্ষক রবের্ত সানচেস, ফরোয়ার্ড ক্রিস্তোফ এনকুকুকে এই মৌসুমে দলে ভিড়িয়েছে ব্লুজরা।

- Advertisement -spot_img

সর্বশেষ