Google search engine

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা ৬; তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৪ আগস্ট, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে একটি বারে হামলার ঘটনাটি ঘটে।

অবসরপ্রাপ্ত এক আইন প্রয়োগকারী কর্মকর্তা ওই বারে বন্দুক হামলা করে। তার গুলিতে বারে আসা পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার পর তিনি ঘটনাটি ঘটান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন- গুলির ঘটনায় ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামে একটি বাইকার বারে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বন্দুকধারীও মারা গেছেন।

অরেঞ্জ কাউন্টিতে গুলির ঘটনা পর্যবেক্ষণ করছে ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়।

- Advertisement -spot_img

সর্বশেষ