Google search engine

স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি,রোহিঙ্গা শিবিরে গৃহবধূ খুন

‘স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি জেরে’ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে আদিয়া খাতুন (২৩) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীর পলাতক রয়েছেন। আদিয়া খাতুন ওই শিবিরের নূর কামালের স্ত্রী এবং সমছু আলমের মেয়ে।

২৫ আগস্ট শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর-২৫ নম্বর রোহিঙ্গা শিবিরের ডি-৬ ব্লকের এ ঘটনা ঘটে বলে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান।

আলীখালী-২৫ নম্বর রোহিঙ্গা শিবিরের হেড মাঝি নুরুল আমিন বলেন, “রোহিঙ্গা শিবিরে নূর কামালের একটি চায়ের দোকান রয়েছে। সকাল ৯টার দিকে হঠাৎ করে দোকান থেকে ঘরে যান তিনি। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নূর কামাল তার স্ত্রী আদিয়ার পেটে ছুরিকাঘাত করেন।

“ঘটনার পর নূর কামালকে দ্রুত বের হতে দেখে প্রতিবেশীরা তার ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় আদিয়াকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরে আইআরসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ জোবাইর।

- Advertisement -spot_img

সর্বশেষ