Google search engine

এশিয়া কাপ নিয়ে সাকিবে পরিকল্পনা

এশিয়া কাপ নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই;যোগ করেন এই অধিনায়ক।

২৬ আগস্ট সংবাদ সম্মেলনে সাকিব আরও জানান, আমাদের সামনে লক্ষ্য শুধুই এশিয়া কাপ। আপাতত আর কিছু ভাবছি না। এটা শেষ করে বিশ্বকাপের পরিকল্পনা করবো। এখন যদি বলতে হয় পরিকল্পনা শুধুই এশিয়া কাপ। আরও সংক্ষিপ্ত করে বললে লক্ষ্য আফগানিস্তান ও শ্রীলংকার ম্যাচ।

তিনি বলেন, আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। দেখেন এমন তো না যে আমরা এশিয়া কাপে ভালো খেললে বিশ্বকাপেও ভালো খেলবো। বা এমনও না যে এশিয়া কাপে খারাপ খেললে বিশ্বকাপে খারাপ খেলবো বা ভালো খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। পরিস্থিতি দুটোর সম্পূর্ণই আলাদা। সে কারণে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবনার কিছু নেই।’

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগামীকাল রোববার শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

আজকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৎবাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

সর্বশেষ