Google search engine

চট্টগ্রামে ডেকোরেটর ব্যবসায়ী খুন

চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ বাদশা (৫৬) নামের এক ডেকোরেটর ব্যবসায়ী খুন হয়েছে। কেন তাকে খুন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ বলছে তাকে নিজ বাড়ির শয়নকক্ষে খুন করা হয়েছে। তার পেটে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

০১ সেপ্টেম্বর, শুক্রবার ভোর ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাঁশখালী থানার এসআই পেয়ার আহমদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহের পেট ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মুরিদুল আলম বলেন, এটি শত্রুতাবশত নাকি চুরি করতে গিয়ে খুন, তা স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনোয়ারা সার্কেলের এএসপি (সহকারী পুলিশ সুপার) কামরুল হাসান ও বাঁশখালী থানা পুলিশ।

- Advertisement -spot_img

সর্বশেষ