শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ শেষ করে আজ পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছে টিম বাংলাদেশ। বিকেল ৪টার চার্টার্ড ফ্লাইটে কলম্বো থেকে লাহোরে যাবেন সাকিবরা। এর আগে ক্যান্ডি থেকে বাসে করে কলম্বো পৌঁছায় টাইগাররা। সেখান থেকে পাকিস্তানের লাহোরের উদ্দেশে বিমানযাত্রা।
আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি জিততেই হবে টাইগারদের।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারের পর আর দ্বিতীয় পথ খোলা নেই সাকিবদের। আফগানদের শুধু হারালেই হবে না, নজর রাখতে হবে রানরেটের দিকেও।
কেননা আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচ আছে ৫ সেপ্টেম্বর। সে ম্যাচে আফগানরা জিতে গেলে একটি জয় নিয়েও রানরেটে এগিয়ে থাকার দরকার পড়বে টাইগারদের।