Google search engine

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন ডেঙ্গু আক্রান্ত ১৪৫ জন

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

০২ সেপ্টেম্বর, শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এ বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬ জন। এর মধ্যে গত আগস্ট মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ১১ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন।

ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

- Advertisement -spot_img

সর্বশেষ