চট্টগ্রামের চন্দনাইশে ভুল চিকিৎসায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এমদাদুল ইসলাম মিজবাহ নামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত রবিবার (১০ সেপ্টেম্বর) চন্দনাইশের দোহাজারী ন্যাশনাল হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন মিজবা। জ্বরের তীব্রতা দেখে হাসপাতলে কর্মরত নার্স তাকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার পর তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ডাক্তার অক্সিজেন দিয়েও শ্বাসকষ্ট কমাতে পারেননি।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত মিজবাহ সাতকানিয়া উপজেলা খাগরিয়া ইউনিয়নেন শামসুল ইসলামের ছেলে। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যতে স্বজন ও এলাকাবাসির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা হাসপাতালে এসে চিকিৎকার চেঁচামেচি শুরু করলে দায়িত্বরত কর্মচারীরা তাদের শান্তনা দেন।
সেদিন মিজবাহর আত্মীয়-স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকের মাধ্যমে কোনো মামলা না করার শর্তে তিন লাখ টাকার বিনিময়ে আপস-মিমাংসা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলার ২নং খাগরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম উল্লাহ। তিনি জানান, মামলা করে কি লাভ হবে? যেহেতু ভিকটিমের পরিবার আর্থিকভাবে খুবই দুর্বল তাই তারা মামলায় জড়াতে অপারগ।