চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দোহাজারী হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, চট্টগ্রামমুখী পূরবী বাসের সঙ্গে কক্সবাজারমুখী সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
১২ সেপ্টম্বর, মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত ৮ জনকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, তিন জনের আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়ক থেকে বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা চলছে।