Google search engine

রাশিয়ায় শস্যখেতে নামল উড়োজাহাজ, অক্ষত সব আরোহী

রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ এ-৩২০ সাইবেরিয়ার একটি শস্যখেতে জরুরি অতবরণ করেছে। কর্মকর্তারা এ কথা জানান। এটি কৃষ্ণসাগর অবকাশ যাপনকেন্দ্র সোচি থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিল। এতে আরোহী ছিলেন ১৬৭ জন।

মস্কোর বিমান সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে বলেছে, গতকাল মঙ্গলবার সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইনসের এ-৩২০ বিমানটি মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করেছে বলে রুশ তদন্ত কমিটি জানিয়েছে।

মস্কোর বিমান সংস্থা বলেছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে উড়োজাহাজটি অবতরণ করে। যাত্রীরা সবাই বেঁচে গেছেন।

- Advertisement -spot_img

সর্বশেষ