Google search engine

এমবাপ্পের জোড়া গোলের পরও পিএসজির হার

লিগ ওয়ানে নিসের বিপক্ষে ৩-২ গোলে হারের স্বাদ পেয়েছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে দুই অর্ধে দুটি গোল করলেও বিষন্ন মনে মাঠ ছাড়লেন তিনি।

ম্যাচের ২১ মিনিটেই পিএসজির জালে প্রথম আঘাত হানে নিস। মোফির গোলে এগিয়ে যায় দলটি। তবে এই গোল উৎসব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নিস। ২৯ মিনিটে এমবাপ্পের গোলে সমতায় ফেরে পিএসজি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধে অবশ্য শুরু থেকেই আক্রমনাত্মক খেলা শুরু করে নিস। ফলও পেয়ে যায় ৫৩ মিনিটে। গায়েতানের গোলে এগিয়ে যায় নিস। এরপর ম্যাচের ৬৮ মিনিটে আবারও জালের দেখা পায় মোফি। ৩-১ গোলের লিডে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নিসের হাতেই। এরপর ৮৭ মিনিটে এমবাপ্পে একটি গোল পরিশোধ করলেও হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

আগামী লিগের শীর্ষ দল হিসেবে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডকে স্বাগত জানাতে পারতো ফরাসি জায়ান্টরা। কিন্তু এই হারে ৮ পয়েন্ট নিয়ে নেমে গেলো তিনে। এক নম্বরে থাকা মোনাকোর চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা, আর দ্বিতীয় দল নিসের থেকে এক পয়েন্ট দূরে।

পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘নিস কঠিন প্রতিপক্ষ। তাদের গেম প্ল্যান আকর্ষণীয়।’

- Advertisement -spot_img

সর্বশেষ