Google search engine

উখিয়ায় রোহিঙ্গা নেতা খুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের এক কমিউনিটি নেতা খুন হয়েছেন। তার নাম মোহাম্মদ আইয়ুব (৩৫)। তিনি ক্যাম্পের ব্লক এইচ/৫৬-এর উপনেতা (সাব মাঝি) ছিলেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কোডেক স্কুলের কাছে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা আরসা সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং বলেন, কয়েকজন সন্ত্রাসী মোহাম্মদ আইয়ুবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আরসাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ