Google search engine

পূর্ব ঘটনার রেশে চবিতে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১

পান থেকে চুন খসলেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষ। গতকাল বৃস্পতিবারে উভয় পক্ষের সংঘর্ষের রেশ এখনও চলমান রয়েছে।

পূর্ব ঘটনার রেশে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ বাধে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যে।

সংঘর্ষে সিএফসির অনুসারীরা শাহ আমানত হলে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সিএফসি গ্রুপের একজন আহত হয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, শিক্ষার্থীরা অসহিষ্ণু হয়ে উঠেছে।

তাই তাদের নিয়ন্ত্রণ করা কঠিন। এছাড়া নৈতিকতার অবক্ষয়, হিরোইজম বা নিজেকে হিরো প্রমাণের চেষ্টা, ক্যারিয়ার বিমুখতা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দুরত্ব এবং প্রশাসনের ব্যর্থতাসহ নানান কারণে এসব ঘটনা ঘটছে; বলেন ইমু।
তবে চবি ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসি গ্রুপের অনুসারী সাদাফ খান বলেন, গতকাল (বৃহস্পতিবার) আমাদের তিনজন গুরুতর আহত হয়েছে। আজকেও হাফিজ নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। গতকালের ঘটনার জেরে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ করছিলো। সেখান থেকেই ফের ঝামেলা হয়েছে।

চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, গতকালের ঘটনার জেরে আজকেও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি৷ ঘটনার শুরু থেকেই প্রক্টরিয়াল বডি এবং পুলিশ ঘটনাস্থলে ছিলো। পরিস্থিতি এখন শান্ত আছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ