Google search engine

রাঙ্গামাটিতে প্রায় ৩ শতাধিক পানিবন্দি মানুষের মধ্যে চাল বিতরণ

রাঙামাটি জেলার পৌরসভাধীন কাপ্তাই লেক এলাকার পানিবন্দি প্রায় ৩ শতাধিক মানুষের মধ্যে আজ চাল বিতরণ করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টায় রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে কাঠালতলী চারুকলা একাডেমি হল রুমে পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য শষ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার চাকমা, সদস্য মো. আবু তৈয়ব, ঝিনুক ত্রিপুরা, সাংবাদিক মনসুর আহম্মেদ ও পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিল জুবাইতুর নাহার প্রমুখ।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে ৭ নং ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক পানিবন্দি মানুষের হাতে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

- Advertisement -spot_img

সর্বশেষ