ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে এই ঘটনায় আরো ১৫০ জন আহত হয়েছে।
২৭ সেপ্টেম্বর বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে।
আজ ভোর বেলায়ও বিয়ের সেই অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি কর্মীরা।
ইরাকের নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক রয়টার্সকে বলেছেন, অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দেশের রাষ্ট্রীয় মিডিয়া বলছে, মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ এবং আহতের সংখ্যা ১৫০ জন।
দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স বলছে, উদযাপনের সময় আতশবাজি জ্বালানো হয়। আতশবাজিতে বিয়ে অনুষ্ঠানস্থলে আগুন ছড়িয়ে পড়ে। ভবনেল ভেতর থেকে অনেকে বের হয়ে গেছে। আবার অনেক আটকে গেছে।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, অত্যন্ত দাহ্য পদার্থ ব্যবহারের ফলে আগুনে বিয়ের হলে অনেক অংশ ধসে পড়ে। সেইসঙ্গে বিয়ের ওই হল কম-মানের সামগ্রী দিয়ে তৈরি করায় আগুন লাগার মিনিটের মধ্যে ধসে যায়।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর ও কনেও আছে।।