Google search engine

চকরিয়ায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় বদ্ধ খাল থেকে মো. হোসেন রাহাত (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোসেন রাহাত কোনাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আবদুল হাকিম পাড়ার আলী হোসেনের ছেলে।

২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ৭টার দিকে কোনখালী ইউনিয়নের শুয়োর মরা খালের কচুরিপানার ভিতর থেকে রাহাতের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানায়, রাতে স্থানীয় শুয়োরমরা খালে মাছ ধরা নিয়ে একই এলাকার ছৈয়দ হোসেনের ছেলে বোরহান উদ্দিনের সঙ্গে ঝগড়া হয় রাহাতের। এর জের ধরে রাহাতকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বদ্ধ খালের কচুরিপানার ভিতরে লুকিয়ে রাখে।

নিহত রাহাতের বাবা আলী হোসেন বলেন, সন্ধ্যার দিকে রাহাত মাছ ধরতে গিয়ে ঘরে না ফেরায় রাতে খোঁজ নিতে সবাই বের হয়। এরপর খোঁজ নিতে গিয়ে স্টেশন এলাকায় গেলে বোরহান উদ্দিন জানায় মাছ ধরা নিয়ে রাহাতের সঙ্গে তার ঝগড়া হয়েছে। পরে অনেক খোঁজাখুঁজি করে খালের কচুরিপানার ভিতরে রাহাতের লাশ লুকানো অবস্থায় পাওয়া যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানা যায়, শুয়োর মরা খালে মাছ ধরা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বোরহান উদ্দিন দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে পানিতে ডুবে মারা যায় রাহাত। পরে বোরহান উদ্দিন পালিয়ে যায়। নিহত রাহাত বোরহান উদ্দিনের তালতভাই।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মাথার উপরিভাগে একটি দায়ের কোপ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা
হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ